মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ২ শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
মঙ্গলবার ( ৮ এপ্রিল ) দুপুর ১টায় উপজেলার বালুয়াকান্দি কাজী পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়ে ২ জন কে আটক করা হয়।
আটককৃতরা হলো মৃত.ইকরামূল হকের ছেলে মুরাদ ও তার স্ত্রী।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মুরাদ ও তার স্ত্রীকে দুই’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় । মুরাদের বিরুদ্ধে গজারিয়া থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়ায় জেল হাজতে প্রেরন করা হবে
মন্তব্য করুন