নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫ – দৈনিক টারমিগান |

পিরোজপুর প্রতিবেদক
২৯ মার্চ ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতার পোস্টার লাগানোর সময় হামলায় ছাত্রদলের নেতাকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় একটি কাঠের ঘরে অগ্নিসংযোগ করা হয়। গত শুক্রবার রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদসংলগ্ন রাঢ়ীর হাট ও রাঢ়ী বাড়িতে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মী জানান, রাতে তারা একই এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর জন্য রাঢ়ীর হাটে যান। এ সময় ছাত্রলীগের উপজেলা শাখার সহসভাপতি রাসেল রাঢ়ী এবং তাঁর ভাই ঢাকার যুবলীগ নেতা রহমত রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামিম রাঢ়ী নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

রাসেলের ভাই রফিকুল ইসলাম রাঢ়ী অভিযোগ করে বলেন, তারা সবাই ঢাকায় থাকেন। ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে তাঁর দুই ভাইকে ধরে নেওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ৮-১০ জন লোক আসেন। ধরে নিতে ব্যর্থ হয়ে দেড় শতাধিক লোক তাদের বাড়িতে হামলা করে একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।

হামলার অভিযোগ থেকে রক্ষা পেতে রাসেল রাঢ়ীর লোকজন নিজেরাই আগুন লাগিয়েছে বলে দাবি ছাত্রদল নেতা সুমনের। কিন্তু উভয় পক্ষই স্বীকার করেছে যে, ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। পোস্টার লাগানোর সময় তারা সামনাসামনি হওয়ায় পুনরায় তাদের মধ্যেকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও হামলার অভিযোগ থেকে রক্ষা পেতে রাসেল রাঢ়ীর লোকজন নিজেদের ঘরে আগুন লাগিয়েছে বলে অভিযোগ ছাত্রদল নেতা সুমনের। তবে উভয় পক্ষই স্বীকার করেছে, অজ্ঞাত একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঢাকায় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। পোস্টার লাগানোর সময় তারা সামনাসামনি হওয়ায় তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে এলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলার খবর পেয়ে পিরোজপুর সদর হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাঠের ঘরে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুটবল খেলায় দুই গ্রামবাসীর দুই দফা সংঘর্ষে আহত ৮

বিএনপি কখনো বলেনি ‘আগে নির্বাচন পরে সংস্কার’ – মির্জা ফখরুল

রানীশংকৈলে ২৫ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই

মধুমতি ব্যাংকে চাকরির আবেদন ১০ এপ্রিল পর্যন্ত

মুন্সীগঞ্জের শেখরনগরে কালী পূজা ও মেলাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম

চলতি মাসে ঢাকায় আসছে আইএমএফের দল

তাপপ্রবাহে হাঁসফাঁস দেশ

দলীয় নেতাদের সঙ্গে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদের ছুটি কাটিয়ে ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

১০

বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত

১১

গণ-অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম

১২

মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস পেল ৪২০টি পরিবার

১৩

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

১৪

বিএনপি নেতারা এবারের ঈদ কে কোথায় করবেন

১৫

শেষ দিনে বাস-ট্রেন-লঞ্চে যে যেভাবে পারছে ছুটছেন বাড়ির পথে

১৬

খুলনায় মধ্যরাতে গোলাগুলির পর শীর্ষ সন্ত্রাসী পলাশসহ ১১ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

১৭

ঈদের ‍ছুটিতে ওটিটিতে যা দেখবেন

১৮

স্বস্তিতে মানুষ বাড়ি ফিরেছে নাড়ির টানে

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫

২০