পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতার সাথে মুন্সীগঞ্জের প্রভাবশালী দুই বিএনপি নেতার বালুমহাল ব্যবসার চুক্তিপত্রের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত দুই দিন ধরে দেশ থেকে পালিয়ে যাওয়া মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন ভুইয়া ও মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান ফকির এবং মুন্সীগঞ্জ শহর বিএনপির যুগ্ন মো. সাহাদাৎ হোসেনের মধ্যে সম্পাদিত একটি ব্যবসায়িক অংশিদারিত্ব চুক্তিপত্রের ছবি ভাাইরাল হয়েছে।
জানা যায়, গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর হাসিনাসহ আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া নেতাদের মধ্যে বালু খেকো খ্যাত মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লীগ সভাপতি মো. আফসার উদ্দিন ভুইয়াও কিছুদিন আত্মগোপনে চলে যান। পরে সময় ও সুযোগ বুঝে আমেরিকা পাড়ি জমান।
আত্মগোপনে থাকা অবস্থায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির প্রভাবশালী এক নেতার মধ্যস্থতায় বিএনপির এই দুই নেতা মো. সাইদুর ফকির ও মো.সাহাদাত হোসেনের সাথে আফসার উদ্দিন ভুঁইয়া ওরফে আফসুর নামে ইজারা নেয়া মুন্সীগঞ্জ সীমানার মেঘনা নদীর একটি বালু মহালের অংশ ভাগাভাগির চুক্তি পত্র সম্পাদিত হয়।
এর অংশ হিসেবে পলাতক ও ফ্যাসিস্টের প্রত্যক্ষ দোসর আফসুর সঙ্গে আঁতাত করে বিএনপির দুই নেতা সাইদুর ফকির ও সাহাদাত হোসেন বালু মহালের টাকা ভাগ বাটোয়ারা করে গলাধঃকরণ করছে।
স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন এতে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। তারা বিএনপির এই দুই নেতার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাদের দল থেকে বহিষ্কারসহ কেন্দ্র থেকে কঠোর ব্যবস্থার দাবি জানান।
মন্তব্য করুন