প্রায় ৫৩০ বছরের পুরোনো মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখরনগরে বাৎসরিক কালীপূজাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। এলাকাটিতে ৩ হাজার স্টল নিয়ে বসেছে গ্রামীণ মেলা। এতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলমান ধর্মাবলম্বীরাও ভিড় করছেন।
মঙ্গলবার সকালে শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির এলাকায় দেখা যায়, পূজাকে ঘিরে উৎসবে রুপ নিয়েছে এলাকাটি। দেশের বিভিন্ন জেলা থেকে পূর্ণার্থী ও বিভিন্ন ধর্মাবলম্বী দর্শনার্থীরা এসেছেন।
বিশেষ করে আজ মুসলমানদের ঈদুল ফিতরের দ্বিতীয় দিন হওয়ায় অনেকেই ঘুরতে এসেছেন মেলায়।
প্রাচীন এই পূজা ও গ্রামীন মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ।
শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটি ১৪৩১ বঙ্গাব্দের ‘শ্রী শ্রী রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা’ আয়োজন করেছে।
মেলায় গৃহস্থালীর সামগ্রী ছাড়াও লোকজ পণ্য, শিশুদের খেলনা, বেত-বাঁশ ও মৃৎশিল্পের নানা সামগ্রী পাওয়া যাচ্ছে।
পাশাপাশি মন্দিরে আসা পূর্ণ্যার্থীরা নিজেদের মনবাসনা পূরণ করতে নানা কিছু দান করছেন।
৯০১ বঙ্গাব্দ থেকে স্থানীয় ঋষি সম্প্রদায় এই পূজা এবং মেলার প্রচলন শুরু করে।
আমার বিক্রমপুর
মন্তব্য করুন