মুন্সীগঞ্জের ৬ উপজেলায় এসএসসি, এসএসসি ভোকেশনাল,ও দাখিল পরীক্ষায় মোট ১৫৮৮৯ জন শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
আগামীকাল ১০ ডিসেম্বর ৬টি উপজেলার স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়,মোদ্রাসাসহ ২৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি,এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা ।
এর মধ্যে এস এসসি ১৭টি কেন্দ্র,দাখিল ৫টি কেন্দ্র,ভোকেশনাল ৭টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন জানান মুন্সীগঞ্জ জেলায় মোট ২৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি,এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা । নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী এবং ভোকেশনাল ও দাখিল শিক্ষার্থী সহ মোট ১৫৮৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। মনোরম পরিবেশে নকলমুক্ত পরীক্ষা সম্পূর্ণ করার জন্য সকল আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।
এদিকে ১০ এপ্রিল হতে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাসমূহ নির্বিঘ্নে সংঘটনের লক্ষ্যে ০৯ এপ্রিল সকাল ১১.০০ টায় মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলার ইউএনও, এসিল্যান্ডগণের সাথে অনুষ্ঠিত দিকনির্দেশনামূলক জুম মিটিং করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
মন্তব্য করুন