যুক্তরাষ্ট্রে ভুট্টার রোপণ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এ কারণে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এখনো তিন সপ্তাহের সর্বনিম্নের কাছাকাছি দামে খাদ্যশস্যটি বেচাকেনা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ভুট্টার রোপণ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এ কারণে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এখনো তিন সপ্তাহের সর্বনিম্নের কাছাকাছি দামে খাদ্যশস্যটি বেচাকেনা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।
তবে তিনদিনের মধ্যে গতকাল সিবিওটিতে ভুট্টার দাম কিছুটা বেড়েছে। এ সময় দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৫১ সেন্টে। এটি গত বুধবার ৫ মার্চের পর সর্বনিম্নে নেমে গিয়েছিল।
সিঙ্গাপুরের এক ব্যবসায়ী বলেন, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে কৃষিজমির পরিসংখ্যান প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে প্রকৃত দিকনির্দেশনা পেতে হলে আমাদের এ জমির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে হবে।’
বিশ্লেষকদের মধ্যে রয়টার্সের পরিচালিত এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কৃষকরা চলতি বছর ৯ কোটি ৪৩ লাখ ৬১ হাজার একর জমিতে ভুট্টা রোপণ করবেন, যা ২০২৪ সালের ৯ কোটি ৫ লাখ ৯৪ হাজার একরের তুলনায় বেশি।
মন্তব্য করুন