কুষ্টিয়ায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। সংস্থাটির সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।এর
শনিবার সকাল সাড়ে ১০টায় শহিদ বাবুল ফরাজীর পরিবারের মাঝে প্রথমে ঈদ উপহার বিতরণ শুরু হয়। এরপর আশরাফুল ইসলাম ও সুরুজ আলী বাবুর পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
ঈদ উপহার বিতরণের পাশাপাশি তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই উপহার দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের সাথে শহিদ পরিবারের সম্পর্ক তৈরি হলো। জেডআরএফ সুযোগ মত এসব পরিবারকে সহযোগিতা অব্যাহত রাখবে।
পরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরায় মোট ১৭ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন খুলনা বিভাগীয় সাব কমিটির আহবায়ক ও জেডআরএফ’র পরিচালক আমিরুল ইসলাম কাগজী, সদস্য-সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, সদস্য প্রফেসর ড. এ কেএম মতিনুর রহমান, প্রফেসর ড. তোজাম্মেল হক, ড্যাব নেতা ডা. নাসিমুল বারী বাপ্পী প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি‘র আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন, দৈনিক দিনকাল খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেনসহ কুষ্টিয়া জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
মন্তব্য করুন